Thursday, May 16, 2024

করোনা জয় করলেন ব্যাংক কর্মকর্তা যশোরের কল্যান

- Advertisement -

যশোরের পরিচিত মুখ ব্যাংক কর্মকর্তা কল্যান চক্রবর্তী ময়মনসিংহ বিভাগে মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত অবস্থায় গত ২১ মে করোনায় আক্রান্ত হন ।পরে ৪ জুন আবার পরীক্ষা করান। সে পরীক্ষার ফলাফলও পজেটিভ আসে। এরপর ১৪ জুন ও ২১ জুন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তার। আজ ২৫ জুন তিনি করোনা মুক্তির সনদ হাতে পান। এখন তিনি পুরোপুরি সুস্থ। তবে তিনি হাসপাতালে যাননি। ভাড়া বাসায় একা থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে করোনামুক্ত হয়েছেন ।
এ বিষয়ে তিনি জানান, কোনো উপসর্গ না থাকলেও নিজের সচেতনার জন্য করোনা পরীক্ষা করান তিনি। তিনি জানতেন না ওই টেস্টই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। পরে জানতে পারেন তিনি মরণব্যাধী করোনায় আক্রান্ত একজন রোগী। এখবর শুনে মাথায় আকাশ ভেঙে পরে তার। তিনি যেন তার শেষ দেখতে পাচ্ছিলেন সেসময়। পরিবারের সবাই যশোরে থাকেন আর তিনি ময়মনসিংহে একটি ফ্লাটে একাই থাকেন । সারাদিন একা একা ভাবতেন এখনই বুঝি তিনি মারা যাবেন। রাতহলেই তার মনে হতো এটাই বুঝি জীবনের শেষ রাত। ঘুমিয়ে পড়লে সুন্দর এই পৃথিবী তার আর দেখা হবেনা। নিজেই রান্না করতেন আর দরজার সামনে বাজার করে দিয়ে যেতেন ব্যাংকের এক সহকর্মী। বড়ই অসহায় মনে হতো তার। তবে তিনি কখনোই আত্মবিশ্বাস হারাননি। করোনার সাথে যুদ্ধ করে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখতেন প্রতিনিয়ত। আজ তিনি জয়ী হয়েছেন। তিনি আরো বলেন অভিষপ্ত এ সময়ে অনেকেই দুরথেকে তার পাশে দাঁড়িয়েছেন। কেউ মোবাইল ফোন কেউবা  ফেসবুকে কিংবা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তাকে সাহস দিয়েছেন। বেঁচে থাকার অনুপ্রেরণা যুগিয়েছেন।তাদের  প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা তার নেই। উল্লেখ্য, কল্যান কুমার চক্রবর্তী যশোর শহরের আর.এন.রোড, রাঙামাটি গ্যারেজ এলাকার মৃত কানায় চত্রবর্তীর ছেলে। তিনি দির্ঘদিন যশোরে ব্রাক ব্যাংকের বিকাশের এক্সিকিউটিভ হিসেবে দায়িত্বপালন করেছেন। পরে যশোরের রুপালী ব্যাংকের শিওর ক্যাশের টেরিটরি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। গত বছর মার্কেন্টাইল ব্যাংকের মাই ক্যাশের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিসেবে নিয়োগ পান। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত। তার ধারণা, করোনা দূর্যোগের শুরু থেকে বর্তমান সরকারের দেয়া গার্মেন্টস কর্মীদের অনুদান মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত ছিলেন তিনি । এ কাজের জন্য বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় তার চলাচল ছিলো। এমন সময় কারো সংস্পর্শেই তিনি করোনায় আক্রান্ত হন।
বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত