Tuesday, April 30, 2024

যশোরে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে প্রতারিত করার অভিযোগে লাখ টাকা জরিমানা

যশোরে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে প্রতারিত করার অভিযোগে র‌্যাব পরিচালিত একটি মোবাইল কোর্ট ‘কনশাস ট্রেড’ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে। যশোর শহরের আরএন রোডস্থ পন্ডিত পুকুরপাড় জামে মসজিদ এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে র‌্যাব গত শুক্রবার অভিযান চালিয়ে মালিক আব্দুর রহিম খান (৩৭) এবং তার সহযোগি আব্দুল গফুর (৩৩)কে আটক করে ওই জরিমানা করে।
র‌্যাব জানিয়েছে, প্রতিষ্ঠানটি ভুয়া মেশিন দিয়ে সকল রোগ নির্ণয় করে তিয়ানশী কোম্পানির খাদ্যপণ্য ওষুধ হিসাবে বিক্রি করে থাকে। এবং এই ব্যবসার আড়ালে এমএলএম ব্যবসা করে আসছে। এতে মানুসজন প্রতারিক হচ্ছে বলে অভিযোগ পাওয়া। সেই অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত আব্দুর রহিম খান মণিরামপুরের আটঘরা খাঁপাড়ার মৃত মনির উদ্দিণ খাঁয়ের ছেলে। এবং আব্দুল গফুর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।
রাতদিন সংবাদ
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত