Thursday, May 2, 2024

শ্বশুরকে ভুয়া মুক্তিযোদ্ধা বলায় জামাইয়ের বিরুদ্ধে যশোর আদালতে কোটি টাকার মানহা মামলা

- Advertisement -

‘ভুয়া মুক্তিযোদ্ধা’ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করায় জামাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন যশোর শহরের বারান্দীপাড়ার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য হেলাল উদ্দিন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছে। আসামি ফরিদ ঢাকা খিলগাঁও থানার সিপাহীবাগের ৬৯৮/৪৯ এর বাসিন্দা মৃত হাজী তালেব আলীর ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, বাদীর মেয়ের সাথে ২০০১ সালে আসামির বিয়ে হয়। বর্তমানে তাদের ঔরসে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের কয়েক বছর পর যৌতুকের দাবিতে দেলোয়ার তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে ছেলে মেয়েসহ নিজ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় দেলোয়ার । এ ঘটনায় যশোরের আদালতে মামলা করলে গত ৩১ আগস্ট ছয় মাসের আগাম জামিন নিতে আত্মসমর্পণ করলে তা মঞ্জুর করে আদালত। ঐ দিন বিকেলে মিমাংসার জন্যে বাদীর ছোট ভাইয়ের বারান্দীপাড়া ঢাকা রোডের রোজা ফার্নিচারে বসলে ভুয়া মুক্তিযোদ্ধাসহ অকথ্য ভাষায় হেলাল উদ্দিনকে গালিগালাজ করেন দেলোয়ার। মামলা না উঠায় নিলে পরিবারসহ হত্যার হুমকি দেন তিনি। এছাড়া, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের কাছে অভিযোগ করেন বাদী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। একইসাথে শহরের বিভিন্ন পরিচিত লোকের দোকানে ও সরাসরি মানুষের সামনে বাদীকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করে প্রায় এক কোটি মানহানি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত