Saturday, December 13, 2025

হাসপাতাল থেকে আটক রাসেল মুন্সির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

যশোর জেনারেল হাসপাতাল থেকে রাইফেলের গুলি ও ছোরা-সহ আটক খুলনার রাসেল মুন্সির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে, তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান জানান, আটক রাসেল মুন্সি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি মসজিদপাড়ার সবুর মুন্সির ছেলে। বুধবার জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। তাকে তল্লাশি করে একটি থ্রি-রাইফেলের গুলি, একটি ছোরা এবং বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও জানান, রাসেল চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। তিনি কোন কারণে যশোরে এসেছিলেন তা তদন্ত করছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর