যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা এক তরুণের মৃত্যু হয়েছে। জানা যায়, কবির হোসেনের ছেলে রাহাত হোসেন (১৮), গত ৫ ডিসেম্বর অজ্ঞাত কারণে ঘাস পোড়া জাতীয় একটি পদার্থ গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আইসিইউ বিভাগে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।







