আজম খাঁন: যশোরের আরআরএফ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে বৃহস্পতিবার “আন্তঃধর্মীয় সম্প্রীতি: বাস্তবতা ও করণীয়” শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিসি প্রকল্পের আওতায় এবং যুক্তরাজ্যের এফসিডিওর সহযোগিতায় আয়োজিত সংলাপে বিভিন্ন ধর্মীয় নেতা, সাংবাদিক, তরুণ সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপের সভাপতিত্ব করেন যশোর অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক সমন্বয়কারী অধ্যাপক শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আসিফ উদ্দীন।
অনুষ্ঠানে যশোর জেলা ইমাম সমিতির সভাপতি জাকির হোসেন, ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি অধ্যক্ষ নাজমুল হুদা, দি হাঙ্গার প্রজেক্ট-এর কর্মকর্তা সায়েদুল ইসলামসহ বিভিন্ন জেলার পিএফজি-ওয়াইপিএজি ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ বহু ধর্ম–বর্ণের মানুষের দেশ; শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সংলাপে অংশগ্রহণকারীরা আন্তঃধর্মীয় শান্তি, সহনশীলতা ও সম্প্রীতি রক্ষায় করণীয় নির্ধারণ এবং ঘোষণাপত্র প্রণয়ন করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আশরাফুজ্জামান, অধিশ দাশ ও সাদিক হাসান রহিদ। সংলাপের সারসংক্ষেপ উপস্থাপন করেন আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জাবেদ।







