Saturday, December 13, 2025

যশোরে মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করতে গিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা ধরা

যশোরে মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণার সময় হাতে-নাতে মুক্তিযোদ্ধা পরিচয়দানকারী এক প্রতারককে আটক করা হয়েছে। আটক সাইফুল ইসলাম ওরফে নজরুল (৭৮) যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আকবার আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামে। সাইফুল নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে বলে তিনি প্রচার করেন।  তিনি উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন। মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে নানা প্রতিশ্রুতি দিতে থাকেন। ঘরবাড়ি তৈরি করা থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি টাকা আদায় শুরু করেন। কিন্তু শেষমেশ ধরা পড়েন মুক্তিযোদ্ধাদের হাতেই। তাকে ধরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ দিতে ব্যর্থ হন সাইফুল ইসলাম নজরুল। পরে তাকে থানায় পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতারক সাইফুল ইসলাম নজরুল প্রথমে বলেন, ঢাকা থেকে আবুল নামের একজন বীর মুক্তিযোদ্ধা তাকে যাচাই-বাছাই করতে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের কোনো চিঠি আছে কিনা জানতে চাইলে তিনি দেখাতে পারেননি।

এসময় ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, গঙ্গানন্দপুর ইউনিয়নের কমান্ডার এবিএম রবিউল ইসলাম ও গোয়ালহাটির বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক বলেন, কথিত ওই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কথা বলে মাগুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের পরিবারের নিকট থেকে ৩ হাজার টাকা, দত্তপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মওতুল্লহর মেয়ে জাহানারা খাতুনের নিকট থেকে ২ হাজার টাকা ও মরহুম আব্দুল খালেকের পরিবারের নিকট থেকে এক হাজার টাকা প্রতারণা করে নিয়েছে। তবে আটকের পর মওতুল্লহর মেয়ে জাহানারার ২ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

তারা আরও  জানান, মন্ত্রণালয়ের কথিত চিঠি এনে মুক্তিযোদ্ধাদের দেখাচ্ছিলেন এবং নানা উপদেশ দিচ্ছিলেন। চাচ্ছিলেন টাকা।  এছাড়া তিনি নিজেকেও মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছিলেন। তবে, যাচাই-বাছাই করে দেখা যায় তিনি নিজেই মুক্তিযোদ্ধা নন। এছাড়া মন্ত্রণালয়ের চিঠিটিও জাল।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আলম জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলাও প্রক্রিয়াধীন। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর