Saturday, December 13, 2025

২ হাজার টাকার জন্য দুই প্রাণ!

রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে মা–মেয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, মাত্র ২ হাজার টাকা চুরিকে কেন্দ্র করেই ঘটেছে এই হত্যাকাণ্ড। টাকা চুরির অভিযোগে গৃহকর্ত্রী লায়লা ফিরোজ আয়েশাকে তিরস্কার করলে দু’জনের মধ্যে তর্ক হয়। পরদিন প্রতিশোধ নিতে আয়েশা বাসা থেকে ছুরি নিয়ে এসে লায়লাকে হত্যা করে। এ সময় লায়লার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ ঘুমিয়ে ছিল। মায়ের চিৎকারে তার ঘুম ভাঙলে সে ইন্টারকমে দারোয়ানকে জানাতে যায়। আয়েশা বাধা দিতে তাকে ধরেও নির্মমভাবে হত্যা করেন।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পর আয়েশাকে পালাতে সহায়তা করার অভিযোগে তার স্বামী রাব্বীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা (১৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রাতে লায়লার স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর