যশোরের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম রাতদিন নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে নভেম্বর মাসের সেরা রিপোর্টার হিসেবে নির্বাচিত হয়েছেন কুয়াদা প্রতিনিধি শামীম হোসেন। গত ৫ নভেম্বর শামীম যশোরের শ্বেতবর্ণের আফিয়াকে নিয়ে রাতদিন নিউজে প্রতিবেদন প্রকাশ করেন, যা পাঠক ও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর ধারাবাহিকভাবে আফিয়াকে নিয়ে ভিডিও স্টোরি তৈরি করে ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে সেসব ভিডিও। গত মাসে তার তৈরি করা ভিডিও স্টোরি ইউটিউভ ও ফেসবুকে লাখ লাখ ভিউ এসেছে। এসেছে হাজারো রিয়াক্ট ও শত’শত কমেন্টস । নভেম্বরে তার সক্রিয়তা, ধারাবাহিক কনটেন্ট তৈরি ও জনপ্রিয়তার ভিত্তিতে তাকে মাসসেরা রিপোর্টার হিসেবে পুরস্কৃত করে রাতদিন নিউজ কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যায় গাড়িখানা পুলিশ প্লাজায় অবস্থিত রাতদিন নিউজের আঞ্চলিক কার্যালয়ে শামীম হোসেনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক শিমুল ভূঁইয়া, সাব-এডিটর রিকি খান, মাল্টিমিডিয়া ইনচার্জ ওয়াসিম হোসেন, শিক্ষানবীশ রিপোর্টার সাকিব হোসেন, পল্লব দাস, শিরিনা আক্তারসহ অন্যান্য সদস্যরা।
রাতদিন নিউজের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, শামীম হোসেনের মতো তরুণ প্রতিবেদকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা উপহার দেবেন। তাদেরকেও একইভাবে পুরস্কৃত করা হবে।
রাতদিন সংবাদ







