Monday, November 3, 2025

ঢাকুরিয়ায় বজ্রপাতে মুয়াজ্জেনের মৃত্যু

শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে বজ্রপাতে আতিয়ার রহমান (৭০) নামে এক মুয়াজ্জেনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকুরিয়া গ্রামের মানুষমরা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জেন এবং মৃত এরশাদ আলী সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আসরের নামাজের পর তিনি বাড়ির পাশের মানুষমরা বিলে মাছ ধরতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সন্ধ্যা পর্যন্ত তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয় এক ব্যক্তি বিলের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

রোববার সকাল ১০টায় স্থানীয় বটতলা ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান তার নাতি হাফেজ জিহাদ হোসেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে দোয়া পরিচালনা করেন তার ভাগ্নি জামাই আজিজুর রহমান।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় ঢাকুরিয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর