শামিম হোসেন, কুয়াদা প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের কাশিমনগর গ্রামের মো. কাশেম আলীর ছেলে মাদ্রাসাছাত্র মো. হাসান (১৪) দেড় মাস ধরে নিখোঁজ রয়েছে। সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি, পাগলপ্রায় হয়ে পড়েছেন তার বাবা-মা।
মো. হাসান ঢাকুরিয়া এলাকার একটি মাদ্রাসার ছাত্র। ইতোমধ্যে তিনি কোরআন শরিফ হিফজ সম্পন্ন করেছেন। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ২০২৫ সকালে প্রায় সাড়ে ৮টার দিকে মাদ্রাসা থেকে খাবারের ছুটি পেয়ে পায়জামা ও পাঞ্জাবি পরে বের হয় হাসান। এরপর থেকে সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে মণিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
বাবা মো. কাশেম আলী বলেন, “দেড় মাস ধরে ছেলের খোঁজে দিনরাত ছুটছি। কোথায় আছে, কেমন আছে— কিছুই জানি না। আমি ও ওর মা অসুস্থ হয়ে পড়েছি। পুলিশকে একাধিকবার জানিয়েও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ করছি, দয়া করে আমার ছেলেকে খুঁজে দিন।”
এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি বলে পারিবারিক সূত্রে জানা গেছে। হাসানের বাবা দেশবাসীর কাছে তার ছেলের সন্ধানে সহযোগিতা চেয়েছেন। যোগাযোগ : ০১৬৫০-০৯৪৯৮১





