শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে অর্থজারী (সিআর) মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে আটক করা হয়েছে। রবিবার দিনভর অভিযান চালিয়ে উপজেলার সম্বন্ধকাঠি গিলাপোল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লাল মিয়া সরকারের ছেলে মনিরুজ্জামান (৬০), ও সেলিম হোসেসের স্ত্রী শারমিন নাহার (৪৫)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে আদালতের সাজা ছিল এবং তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।