Thursday, July 17, 2025

যশোরে ইজিবাইক উল্টে আহত যুবকের মৃত্যু

যশোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যাক্তি সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গুণী শাঁখারী পাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ আরমান হোসেন ইমন (২০)।

জানা গেছে, শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ইমন বাড়ি থেকে ইজিবাইকে করে রূপদিয়া বাজারের উদ্দেশে রওনা দেন। পথে নরেন্দ্রপুর ইউনিয়নের মালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে চালক ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি উল্টে যায় এবং ইমন গুরুতর আহত হন। স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।

তবে অবস্থার অবনতি হলে ওই দিনই সকাল সাড়ে ১১টায় তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

ইমনের মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর