বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সবাই একনিষ্ঠ হয়ে একসাথে কাজ করার প্রত্যয়ে দৈনিক গ্রামের কাগজের মফস্বল সাংবাদিক ফোরামের নতুন কমিটি শপথ ও দায়িত্ব গ্রহণ করেছে। ৫ জুলাই গ্রামের কাগজের দপ্তরে সকাল ১১ টায় ১ম পর্বে ফোরামে বিদায়ী সভাপতি রাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মবিনুল ইসলাম মবিন। অনুষ্ঠানের শুরুতে সম্পাদক নিজে নতুন কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম বার্তা সম্পাদক এম আইউব, প্রধান উপদেষ্টা মোতাহার হোসাইন ও উপদেষ্টা আব্দুর রহমান।
বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য টিপু সুলতান ও দপ্তর সম্পাদক ফরিদুজ্জামান। বিদায়ী সাধারণ সম্পাদক চন্দন দাসের পরিচালনায় আরও বক্তব্য রাখেন নতুন কমিটির যুগ্ম সম্পাদক শাহেদ আহমেদ রাজু ও মারুফ মিলন, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান ডালিম, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক তারিম আহমেদ ইমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি ইব্রাহিম রেজা, আইসিটি সম্পাদক তাওহীদ হাসান উসামা, নির্বাহী সদস্য অরিন্দম দেবনাথ, লিটন ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মবিনুল ইসলাম মবিন। এরপর বিদায়ী সভাপতি রাজিব হাসান নবনির্বাচিত সভাপতি চন্দন দাসের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্যে দিয়ে ১ম অধিবেশন শেষ হয়।
দুপুরের খাবার শেষে বেলা ৩টায় দ্বিতীয় অধিবেশন মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি চন্দন দাসের সভাপতিত্বে নতুন কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রবিউল খানের পরিচালনায় এ সময় নতুন উপদেষ্টা পরিষদ গঠন, নির্বাচনী সাবজেক্ট কমিটি গঠনসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশেষ প্রতিনিধি