বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “নির্বাচনকে পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। দেশে কোনো অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক, তা কখনোই কাম্য নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।”
শনিবার বিকেলে যশোর শহরের ঘোপের মাহমুদুর রহমান স্কুল মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের ৩ নম্বর ওয়ার্ড আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “অরাজকতা ও লুটপাটের সরকার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সচেতন হতে হবে। একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়াতেই জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব।”
নারীদের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে নার্গিস বেগম বলেন, “তিনি বুঝেছিলেন, নারীদের শিক্ষা ও দক্ষতা অর্জন ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। তাই নারী পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি ও জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তুলেছেন।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে আমরা এখন হাসিনামুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। এ অর্জনের পেছনে যেমন পুরুষদের ভূমিকা রয়েছে, তেমনি নারীরাও অসীম সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন। বিএনপি নির্বাচিত হলে নারী সমাজের উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে বিএনপি-ই একমাত্র দল, যারা নিরবচ্ছিন্নভাবে আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে আপসকারী বা গোপন কৌশল নেওয়া নেতাদের মানুষ ইতোমধ্যেই চিহ্নিত করেছে। আমাদের সতর্ক থাকতে হবে।”
নারী সমাবেশে আরও বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চান, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম প্রমুখ।
সভাপতিত্ব করেন নারী নেত্রী সাহিদা আক্তার। সমাবেশটি পরিচালনা করেন মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম।