খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “সরকার চাহিদা অনুযায়ী ধান ও চাল সংগ্রহের কাজ শেষ করেছে। আগামী মাস থেকে ওএমএস (ওপেন মার্কেট সেল) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে। এতে চালের বাজারে স্থিতিশীলতা আসবে এবং মূল্য নিয়ন্ত্রণে থাকবে।”
শনিবার (৫ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “চালের বাজারে সিন্ডিকেট ভাঙতে ইতোমধ্যে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। নওগাঁ ও কুষ্টিয়ার কিছু অসাধু সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব খুব শিগগিরই বাজারে পড়বে।”
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান, খুলনা বিভাগীয় খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামসহ খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তারা খাদ্যশস্য মজুদের স্বচ্ছতা, পরিবহন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।