যশোর শহরের বালিয়াডাঙ্গা এলাকায় এক ঠিকাদারকে চাকু দিয়ে আঘাত করে গুরুতর আহত করার পর তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুজন যুবক। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হলেন, যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গার আব্দুল গফুর বিশ্বাসের ছেলে ঠিকাদার হাফিজুর রহমান (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর রহমান আহাদ জুট মিল থেকে বের হয়ে উপজেলা পরিষদের গেটের সামনে চা খাচ্ছিলেন। এ সময় দুই যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা হলেন, ঝুমঝুমপুর এলাকার খোরশেদের ছেলে শাকিল (২৫), ও রাজু (৩০)।
হামলাকারীরা হাফিজুরের ডান পায়ের উরুর পেছনে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি টেকনো ব্র্যান্ডের স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আহাদ জুটমিলের চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বিকেল ৩টা ৫০ মিনিটে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।