মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫৬ হাজার টাকা।
আটক ব্যক্তি হলেন যশোর জেলার চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের ইউনুস আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৬)।
শনিবার (৫ জুলাই) দিনব্যাপী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শাহজাদপুর, আন্দুলিয়া, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় ইয়াবা, গাঁজা, শাড়ি, মোবাইল, মোটরসাইকেল, বিভিন্ন ধরনের ওষুধ, স্মার্টফোনের ডিসপ্লে ও কসমেটিক্স পণ্যসহ জিয়ারুলকে আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবারের অভিযানে এ সাফল্য আসে।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। আটককৃত জিয়ারুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।