যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় পানিতে ডুবে মারিয়া (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে পারিবারিক পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া মো. জুয়েল হোসেন ও মোছা. ময়না খাতুন দম্পতির একমাত্র সন্তান। তাদের আদি বাড়ি চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামে হলেও বর্তমানে তারা চাঁচড়া রায়পাড়া এলাকার আজিজুল সর্দারের বাড়িতে ভাড়া থাকেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় মারিয়া। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে খোঁজ করে শিশুটিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।