চুড়ামনকাটি প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটির আদর্শ পাড়ার একটি কলাবাগান থেকে একাধিক গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে সাজিয়ালি পুলিশ ফাঁড়ি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় গাছগুলো উদ্ধার করা হয়।
যশোর জেলা বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সদস্য এএসআই কামরুল ইসলাম ও কনস্টেবল সাজ্জাদ হোসেনের তথ্য অনুযায়ী, সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই নিয়ামুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাঁজা গাছগুলো আদর্শ পাড়ার স্বর্ণ ব্যবসায়ী উত্তমের কলাবাগানে লাগানো ছিল।
দীর্ঘদিন ধরে ওই কলাবাগানে গাঁজা গাছ রয়েছে—এমন গুঞ্জন এলাকাবাসীর মধ্যে ছিল। বিষয়টি পুলিশের নজরে এলে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছগুলোর মধ্যে একটি ছিল প্রায় ছয় ফুট লম্বা।
উদ্ধারকৃত গাঁজা গাছ থেকে ১২০ গ্রাম পাতা আলাদাভাবে সংগ্রহ করে যশোর মডেল থানায় পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি।
ডিএসবি’র এএসআই কামরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা গাছের বিষয়টি নিশ্চিত হয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সাজিয়ালি ফাঁড়ির সহযোগিতায় গাছগুলো উদ্ধার করি।”
সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই নিয়ামুল ইসলাম জানান, “ঘটনাস্থলে গিয়ে আমরা তিনটি গাঁজা গাছ পাই, সেগুলো মডেল থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে কলাবাগানের মালিক উত্তম বলেন, “আমি গাঁজা গাছ চিনিও না, এমনকি এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। হয়তো কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে।”
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এলাকায় মাদকের প্রকোপ দিন দিন বাড়ছে, অথচ পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাদক নির্মূলে প্রশাসনের আরও সক্রিয় হওয়া দরকার।”
উদ্ধারকৃত গাঁজা গাছগুলো নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।