আষাঢ়ের তৃতীয় সপ্তাহে এসে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে।
বৃষ্টিপাতের পরিমাপ অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত বলা হয়।
এদিকে, বৃহস্পতিবার থেকেই দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী এক সপ্তাহ সারাদেশে কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।