মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ ভারত থেকে আসা একটি ট্রাকের চালকের ব্যাগ থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করেছে বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তাকর্মীরা। প্রতিটি পাসপোর্টেই সাইবেরিয়ার ভিসা লাগানো ছিল।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে ভারতীয় ট্রাক (নম্বর WB-25F-4310) বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামাণিকের ব্যাগে তল্লাশি চালিয়ে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়। বোচারাম ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামাণিকের ছেলে।
বেনাপোল বন্দরের নিরাপত্তা নিয়োজিত আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিটি ভারতীয় ট্রাক তল্লাশি করা হয়। এ সময় বোচারামের ব্যাগে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়, যেগুলোর প্রতিটিতে সাইবেরিয়ার ভিসা ছিল।
তিনি আরও জানান, বিষয়টি সঙ্গে সঙ্গে বন্দর পরিচালককে জানানো হয়েছে। অবৈধভাবে ট্রাকচালকের মাধ্যমে পাসপোর্ট দেশে প্রবেশ করানোর ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।