Thursday, July 17, 2025

নামাজ শুরু করার আগে উপযুক্ত পরিবেশ ও দিকনির্দেশনা

নামাজ একটি পবিত্র ইবাদত, তাই নামাজ শুরু করার আগে উপযুক্ত পরিবেশ তৈরি ও যথাযথ প্রস্তুতি নেওয়া জরুরি। এমন কোনো স্থানে নামাজ আদায় করা উচিত নয়, যেখানে মনোযোগে ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে।

যদি মশা, মাছি বা এ জাতীয় পোকা-মাকড়ের উপদ্রবের সম্ভাবনা থাকে, তাহলে নামাজ শুরুর আগে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত—যেমন কয়েল, মশা মারা ওষুধ বা অনুরূপ কিছু ব্যবহার করা।

তবে নামাজ চলাকালে যদি শরীরে মশা বসে, তাহলে তা হালকাভাবে তাড়িয়ে দেওয়া যেতে পারে। কেউ যদি শরীরে বসা মশা মেরে ফেলে, তাতেও অজু ভাঙবে না এবং নামাজও ভাঙবে না। সেক্ষেত্রে নামাজ যেমন পড়ছিলেন, তেমনি চালিয়ে যেতে হবে।

শরীর চুলকানো একটি স্বাভাবিক বিষয়। এলার্জি বা অন্যান্য কারণে এমনটি হতে পারে। কিন্তু নামাজের মধ্যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় চুলকানি নামাজের বিশুদ্ধতা নষ্ট করতে পারে।

আলেমরা বলেছেন, নামাজে দাঁড়িয়ে অহেতুক দীর্ঘ সময় বা বারবার শরীর চুলকালে (তিনবারের বেশি), তা আমলে কাসির বা অতিরিক্ত কাজ হিসেবে গণ্য হয় এবং এতে নামাজ ভেঙে যেতে পারে। তবে যদি খুবই অসহনীয় চুলকানি হয় এবং একবার ভালোভাবে চুলকে নেওয়া হয়, তাহলে নামাজ সহিহ থাকে। বারবার চুলকালে সাবধান হওয়া আবশ্যক।

ধর্ম ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর