Tuesday, July 15, 2025

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মাখোঁর ফোনালাপ

ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইউরোপ। এরই অংশ হিসেবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সম্প্রতি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় প্রধানত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

বিবিসির বরাতে জানা গেছে, ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ জোর দিয়ে বলেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন না করে, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “ইরানের দায়িত্ব হচ্ছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ—এটি আন্তর্জাতিকভাবে প্রমাণ করার মতো স্বচ্ছতা নিশ্চিত করা।”

সাবেক টুইটার, বর্তমানে এক্স-এ দেওয়া এক পোস্টে মাখোঁ আরও বলেন, “এই সংঘাত থেকে উত্তরণের পথ রয়েছে। বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব।”

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের নেতৃত্বে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার গতি আরও বাড়ানো হবে এবং কূটনৈতিক সমাধানের পথ উন্মুক্ত রাখতে সক্রিয় ভূমিকা রাখবে প্যারিস।

এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে ফোনালাপ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর