Tuesday, July 15, 2025

ইরান থেকে ছোড়া ৪০ ড্রোন ভূপাতিতের দাবি ইসরায়েলের

ইরান থেকে উৎক্ষেপণ করা অন্তত ৪০টি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ড্রোনগুলো শুক্রবার রাতভর আকাশপথে ইসরায়েলের দিকে ধেয়ে আসছিল, তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো সময়মতো প্রতিহত করা সম্ভব হয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যে ইরানের দিক থেকে এখন পর্যন্ত প্রায় ৪৭০টিরও বেশি ড্রোন হামলা হয়েছে। এর মধ্যে প্রায় সবগুলোই প্রতিহত করা সম্ভব হয়েছে, যার সফলতার হার ৯৯ শতাংশের কাছাকাছি।

তেলআভিভ বলছে, ড্রোনগুলো ভূপাতিত করার ক্ষেত্রে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং উন্নত রাডার প্রযুক্তি একসঙ্গে কাজ করেছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্র রাষ্ট্রও ইসরায়েলকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলেও ইঙ্গিত মিলেছে।

ইরানের পক্ষ থেকে এই হামলা ও প্রতিহত সংক্রান্ত বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর