শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার নাভারণ রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের নির্ধারিত স্টপেজ (বিরতি) চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে। এ সময় বেনাপোলগামী বন্ধন এক্সপ্রেস ট্রেন আটকে রেখে স্থানীয়রা তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার সংযোগস্থল, ঝিকরগাছা ও শার্শা উপজেলার বানিজ্যিক কেন্দ্রবিন্দু নাভারণ। অথচ এখানে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। এতে করে হাজারো যাত্রী প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অবিলম্বে এ স্টেশনে স্টপেজ চালুর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দুই পাশে প্লাটফর্ম এবং রেললাইনের ওপর অবস্থান নেন। একপর্যায়ে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশনে থামিয়ে দেওয়া হয়। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয়দের আশ্বাস দিলে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।
কর্মসূচিতে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খাঁন।