Thursday, July 17, 2025

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত ইসির: ড. ইউনূস

যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, সংস্কার প্রক্রিয়া, শেখ হাসিনার অবস্থান এবং রোহিঙ্গা সংকট নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গত ১২ জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথনের সঙ্গে এই সাক্ষাৎকারে অংশ নেন অধ্যাপক ইউনূস।

সাক্ষাৎকারে ইউনূস বলেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে।” তিনি জানান, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

প্রশ্ন উঠলে, তিনি বলেন, “মানুষ যদি ভোট দিতে পারে, সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। নির্দিষ্ট কোনো দলের অংশগ্রহণই একমাত্র মানদণ্ড নয়।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “তিনি ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে মামলা চলছে। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে ইউনূস সরাসরি কিছু না বললেও জানান, শেখ হাসিনার বক্তব্য প্রচার এখনো সমস্যা সৃষ্টি করছে। তিনি বলেন, “তিনি নিয়মিত ভাষণ দিচ্ছেন, যা বাংলাদেশের পরিস্থিতিকে প্রভাবিত করছে।”

আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার প্রসঙ্গে ইউনূস বলেন, “এই সরকারকে আগের সরকারের সঙ্গে তুলনা করাটা হবে দুঃখজনক এবং বাস্তবতা অস্বীকারের শামিল।”

রোহিঙ্গা সংকট নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের নীতিই হলো রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে স্থায়ী হতে না দেওয়া। এ সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন।”

তিনি জানান, রোহিঙ্গাদের বাংলাদেশে একীভূত করা কোনো স্থায়ী সমাধান নয় এবং তা বাংলাদেশের জনগণের জন্যও চাপ সৃষ্টি করবে।

অধ্যাপক ইউনূস বলেন, “আমরা সীমান্ত খুলে দিয়েছি, আশ্রয় দিয়েছি। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তাদের ফিরিয়ে নেওয়া।”

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর