Thursday, July 17, 2025

যশোরে মধ্যরাতে চাকুসহ যুবক আটক

বৃহস্পতিবার মধ্যরাতে যশোর সদর উপজেলার দায়তলা বাজার থেকে চাকুসহ আনোয়ার হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আনোয়ার বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকার হালিম বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেনের ছেলে।

চানপাড়ার পুলিশ ফঁাড়ির ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সংবাদ পান দায়তলার একটি চায়ের দোকানের সামনে উঠতি বয়সী এক যুবক ক্ষমতার দাপট দেখানো জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে আনোয়ারকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর