যশোর জেনারেল হাসপাতালের বিশেষায়িত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাবিলা খাতুন (৫৫) নামের এক নারী মারা গেছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গদখালি এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবিলা খাতুন গত ১২ জুন তারিখে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ২০ জুন দুপুর ৩টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে ও অক্সিজেন লেভেল দ্রুত হ্রাস পায়।
তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর শ্বাসকষ্টজনিত জটিলতা ও আগে থেকেই কিছু শারীরিক সমস্যা ছিল, যা করোনা সংক্রমণের ফলে আরও জটিল আকার ধারণ করে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানান, মরদেহ স্বাস্থ্যবিধি মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।