Tuesday, July 15, 2025

নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু ও যৌক্তিক সময়েই হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও যৌক্তিক সময়েই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “এই নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন ঘটবে, এবং আরও অনেক দলের মতামতের ভিত্তিতেই নির্বাচন হবে।”

শুক্রবার (২০ জুন) দুপুরে তারেক রহমানের নির্দেশনায় পাবনার চাটমোহরের অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহের (তাহের ঠাকুর) কে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

রিজভী অভিযোগ করেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় নীতিনির্ধারকরা ষড়যন্ত্র করছে। ড. ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকের পর থেকে প্রতিবেশী দেশ এই ষড়যন্ত্র শুরু করেছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের পথে এখনো আমরা অনেক বাধা অতিক্রম করছি। ১৬ বছর ধরে গুম, মামলা ও নির্যাতনের মধ্যে দিয়ে বিএনপির নেতাকর্মীরা লড়াই চালিয়ে গেছে। শেখ হাসিনা মিডিয়া নিয়ন্ত্রণ করে অপপ্রচার চালিয়েছেন, কিন্তু আমরা আত্মসমর্পণ করিনি।”

আবু তাহের সম্পর্কে তিনি বলেন, “লোহার কাজ করে সংসার চালিয়েও দলের জন্য তিনি অনেক ত্যাগ করেছেন। জেলা বিএনপিকে বলা হয়েছে যেন তার সার্বক্ষণিক খোঁজখবর রাখা হয়।”

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, তাহের ঠাকুরের ছেলে বরিউল করিম গোলামসহ আরও অনেকে।

তাহের ঠাকুরের ত্যাগ ও অবদান তুলে ধরে রিজভী জানান, গণমাধ্যমে তার অসুস্থতা ও মানবেতর জীবনের খবর দেখে তারেক রহমান তাকে সহায়তা করার নির্দেশনা দেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর