Tuesday, July 15, 2025

যশোরে আশিকুর রহমান আকুলের মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

যশোর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আকুলের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে যশোর শহরের কারবালা কবরস্থানে এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় শহীদ আকুলের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর