Thursday, July 17, 2025

যশোরে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদাদাবি

যশোরের বাঘারপাড়ায় ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে গোপন ভিডিও ও ছবি ধারণ করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে বুধবার চারজনের বিরুদ্ধে এই মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলী বাঘারপাড়া থানার ওসিকে তা এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন—বাঘারপাড়ার দরাজহাট গ্রামের দবির হোসেনের দুই ছেলে আজমির হোসেন ও সেলিম হোসেন, তাদের আত্মীয় ওহিদুল ইসলাম এবং তার স্ত্রী আকলিমা খাতুন।

মামলার এজাহারে বলা হয়, বাদীর স্বামী মালয়েশিয়া প্রবাসী হওয়ায় তিনি বাবার বাড়ি দরাজহাট গ্রামে থাকতেন। এ সময় ফেসবুকে আজমির হোসেনের সঙ্গে পরিচয় হয়, যিনি নিজেকে প্রাক্তন সৌদি প্রবাসী পরিচয় দেন। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ভিডিও কলের মাধ্যমে ব্যক্তিগত আলাপচারিতা চলে। এই কলগুলোর কিছু স্থিরচিত্র ও ভিডিও আজমির গোপনে ধারণ করেন।

পরে আজমির বাদীকে তার স্বামীকে তালাক দিয়ে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হলে তিনি ভিডিও ও ছবি ফাঁস করার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন এবং টাকা দিতে বলেন ভাই সেলিমের কাছে। টাকা না দিলে বাদীর আত্মীয়দের মোবাইলে নগ্ন ভিডিও ও ছবি পাঠিয়ে মানসিকভাবে হেনস্তা করা হয়।

পরবর্তীতে আজমিরের বোন আকলিমা ও ভগ্নিপতি ওহিদুল বাদীর নানীর মোবাইলে ফোন করে ভয়ভীতি দেখান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর