মাসুদুর রহমান শেখ, বেনাপোল: টানা ১০ দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে আবারও সচল হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। দুই দেশের মধ্যে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
ছুটির কারণে গত ৬ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্ধ ছিল বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। ছুটি শেষে সকাল থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে পণ্যবোঝাই ট্রাকের আনাগোনা শুরু হয়েছে। রেলপথেও শুরু হয়েছে পণ্য পরিবহন।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত ১২৮টি ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। একই সময়ে বাংলাদেশি ৩৯টি ট্রাক পণ্য রপ্তানি হয়েছে ভারতে।
বন্দর সচল হওয়ায় বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও বাণিজ্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কর্মব্যস্ততা ফিরে এসেছে। বন্দরে পণ্য খালাসে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে শ্রমিকদেরও।