Tuesday, July 15, 2025

আয়শা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৪ সদস্যের এডহক কমিটি, সভাপতি ইকরামুল ইসলাম

যশোর সদরের ইছালী ইউনিয়নের আয়শা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইছালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম।

১৫ জুন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, যশোর শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০২৪ এর ৬৪ ধারা অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, পদাধিকারবলে প্রধান শিক্ষক: সদস্য সচিব, অভিভাবক প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাধারণ শিক্ষক প্রতিনিধি তৈয়ব হোসেন।

নবনিযুক্ত সভাপতি ইকরামুল ইসলাম ইছালী ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর