যশোরের এক প্রবাসীর কাছ থেকে থাইল্যান্ডের লটারিতে ৮০ লাখ টাকা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগীর শ্বশুর সদর উপজেলার কনেজপুর গ্রামের বিল্লাল হোসেন কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিল্লাল হোসেনের জামাই সুজন ইসলাম সৌদি আরবে থাকেন। সেখানে তার ফেসবুক আইডিতে অজ্ঞাত ব্যক্তিরা লটারির লিংক পাঠায় এবং যোগাযোগ শুরু করে। একপর্যায়ে প্রতারকরা জানায়, থাইল্যান্ডের লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ৮০ লাখ টাকা পাওয়া যাবে। তবে প্রাইজমানির ভ্যাট হিসেবে অগ্রিম ১০ লাখ টাকা দিতে হবে।
প্রলোভনে পড়ে সুজন ইসলাম শর্ত মেনে নেন। এরপর তার শ্বশুর বিল্লাল হোসেন চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে মোট ৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা পাঠান। আরও টাকা দাবি করা হলে তাদের সন্দেহ হয় এবং প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে তারা বিষয়টি কোতোয়ালি থানায় জানান এবং মামলা করেন।