Thursday, July 17, 2025

ঈদে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় যশোর জেলা পুলিশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। ঈদগাহ, চামড়ার হাট, ব্যাংক, বাজার, যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামে মোতায়েন থাকবে মোবাইল, পিকেট, ফুট প্যাট্রোল এবং বাইক টিম।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন জেলার গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠগুলোতে থাকবে একাধিক পুলিশ টিম। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

পুলিশ সুপার রওনক জাহান বলেন, “জাল টাকা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ব্যাংকে টাকা গণনায় মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।”

চামড়া কেনাবেচার জন্য পরিচিত রাজারহাট হাটে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। কোরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করবে।

এছাড়া, বাসাবাড়িতে চুরি ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ৯৯৯ নম্বরের জরুরি সেবা টিমকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর