Thursday, July 17, 2025

যশোরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে শহরের দড়াটানা অংশে ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অবমুক্তকৃত পোনাগুলোর মধ্যে ছিল রুই, বাটা, সিলভার, জাপানি মৃনাল কাপ ও তেলাপিয়া মাছ।

জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুব দলের আহ্বায়ক আনছারুল হক রানা, মৎস্যজীবী দলের হেলাল মামুন তুষারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর