“তামাক কোম্পানির কুট কৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে যশোরে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এতে অংশ নেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
র্যালি শেষে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং জনগণকে তামাক ও নিকোটিন থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি, কৃষকদের তামাক চাষ না করে লাভজনক বিকল্প ফসল চাষে উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়।