যশোর জেনারেল হাসপাতালে এইচআইভি এইডস আক্রান্ত এক অন্তঃসত্ত্বার সিজারিয়ান অপারেশন নিয়ে চিকিৎসকদের মধ্যে দ্বিধা ও মতানৈক্য দেখা দিয়েছে।
তিন মাস আগে রোগীর দেহে এইডস শনাক্ত হয়। বর্তমানে তার সিজার প্রয়োজন হলেও, সংক্রমণ ঝুঁকির কারণে ২৮ মে নির্ধারিত অপারেশন স্থগিত করা হয়। নতুন তারিখ রাখা হয়েছে ১ জুন, রোববার।
চিকিৎসকদের একাংশ বলছেন, এই অপারেশন হলে থিয়েটার অন্তত তিন দিন বন্ধ রাখতে হবে, যা অন্যান্য রোগীর অপারেশন কার্যক্রম ব্যাহত করতে পারে। অপরদিকে গাইনি বিভাগের চিকিৎসকরা বলছেন, রোগীর চিকিৎসা নিশ্চিত করাই প্রথম দায়িত্ব।
গাইনি বিভাগের চিকিৎসক ইয়াসমিন আক্তার বলেন, “রোগীর চিকিৎসা ফরজ, কর্তৃপক্ষের উচিত যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা।”
তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, “ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”
সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, “এইচআইভি রোগীর অস্ত্রোপচার বিশেষায়িত হাসপাতালে করাই নিরাপদ।”
রোববারের মধ্যে হয় অপারেশন হবে, না হয় রোগীকে রেফার করা হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে।