Thursday, July 17, 2025

যশোর বোর্ডে পরীক্ষার কক্ষে প্রবেশে কড়াকড়ি, ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা চালু

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখার পাঁচটি কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অবাধ প্রবেশ বন্ধ করা হয়েছে। পরীক্ষার গোপনীয়তা রক্ষায় কক্ষগুলো আনা হয়েছে ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের আওতায়।

বোর্ডের উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন জানান, এসব কক্ষে ওএমআর শিট স্ক্যান, ফলাফল প্রস্তুত ও প্রশ্নপত্র পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজ হয়। নিরাপত্তা নিশ্চিত করতে কক্ষের সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট কন্ট্রোলড দরজা।

এখন থেকে কেবল বোর্ড চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও নির্ধারিত কর্মীরাই এই কক্ষে প্রবেশ করতে পারবেন। অন্য কেউ প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে ধরা পড়বে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, “পরীক্ষা শাখায় গোপনীয় কাজ হয়, তাই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কেউ কখন আসছে বা যাচ্ছে—তা রেকর্ড থাকবে।”

এছাড়া কক্ষে দায়িত্বপ্রাপ্তদের মোবাইল ফোন ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যাতে প্রশ্নফাঁসের ঝুঁকি একেবারে কমিয়ে আনা যায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর