যশোর শহরের চাঁচড়া মধ্যপাড়ায় এক বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় সোহানুর রহমান সোহান (২৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।
চাঁচড়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুন্সি পারভেজ আখতার জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মধ্যপাড়ার দোতলা মসজিদের পাশের রনির বাড়ির সামনে হঠাৎ একটি বোমা বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করা হয়।
বিস্ফোরণস্থল থেকে পুলিশ পাঁচটি জালের কাঠি (লোহার টুকরো), লাল টেপের তিনটি টুকরো এবং একটি জর্দার কৌটার দুই খণ্ড উদ্ধার করে।
ঘটনার পর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে সোহানের সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই জয়ন্ত সরকার।
তিনি আরও জানান, সোহানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ইতোমধ্যেই চারটি মামলা চলমান রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটনার নতুন মামলায়ও তাকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকাটি সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।