যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফলাফলভিত্তিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“কারিকুলাম ডেভেলপমেন্ট ফর আউটকামবেসড এডুকেশন: এ পাথওয়ে টু বিএইটিই অ্যাক্রেডিট্যাশন” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ‘ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারসিয়ারি এডুকেশন প্রজেক্ট’ (আইসিএসইটিইপি)।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, “গুণগত প্রযুক্তি শিক্ষায় আন্তর্জাতিক মান অর্জনের জন্য বিএইটিই স্বীকৃতি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং আইসিএসইটিইপির প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক আকন্দ।
কর্মশালায় বিএইটিই এবং আইইবি-এর আওতায় যবিপ্রবির বিভিন্ন বিভাগকে অন্তর্ভুক্ত করার রূপরেখা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. নওশীন আহমেদ শেখসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।