Friday, June 20, 2025

তিন বছরের শিশুকে হত্যার অভিযোগে মা ও সৎ বাবা আটক

যশোরে তিন বছরের শিশু খাদিজা খাতুন ওরফে সায়মাকে হত্যার অভিযোগে নিহতের মা সামিয়া খাতুন ও সৎপিতা শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। আটক দম্পতির বাড়ি সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা গ্রামের তরফদার পাড়ায়।

পুলিশ জানায়, শিশু সায়মাকে হত্যার অভিযোগে নিহতের পিতা মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের বাসিন্দা হেলাল হোসেন গত শুক্রবার রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলায় তার সাবেক স্ত্রী সামিয়া খাতুন এবং সামিয়া খাতুনের দ্বিতীয় স্বামী শহিদুল ইসলামকে আসামি করেছেন।

হেলাল হোসেনের অভিযোগ, চার বছর আগে আসামি সামিয়া খাতুনের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সায়মা খাতুন নামে একটি সন্তানের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে তাদের দাম্পত্যে কলহের সৃষ্টি হলে ২০২৩ সালে তিনি সামিয়া খাতুনকে তালাক প্রদান করেন। তালাক দেওয়ার পর সামিয়া খাতুন সন্তান সায়মা খাতুনকে নিজের কাছে রেখে দেন। ২ মাস আগে আসামি শহিদুল ইসলামকে বিয়ে করেন সামিয়া খাতুন। বিয়ের পর সায়মা খাতুনকে দ্বিতীয় স্বামীর বাড়িতে নিয়ে যান সামিয়া খাতুন। সায়মা খাতুনের খিচুনি রোগ আছে। এ কারণে সন্তানের খোঁজখবর নিতে মাঝে মধ্যে আসামিদের বাড়িতে যেতেন হেলাল হোসেন এবং তার চিকিৎসার জন্য আসামি সামিয়া খাতুনকে টাকা দিতেন। গত ১৬ মে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মেয়েকে দেখার জন্য আসামিদের বাড়িতে যান হেলাল হোসেন। তখন আসামি সামিয়া খাতুন তাকে জানান, আগেরদিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে সায়মা খাতুন মারা গেছে। লাশ উঠানে রাখা আছে। পরবর্তীতে এলাকার লোকজনের কাছ থেকে হেলাল হোসেন জানতে পারেন, আসামি শহিদুল ইসলাম ও সামিয়া খাতুন পূর্ব পরিকল্পিতভাবে মেয়ে সায়মা খাতুনকে হত্যা করেছেন। এ কারণে তিনি আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর