Friday, June 20, 2025

যশোর ইনস্টিটিউটের বিশেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যশোর ইনস্টিটিউটের বিশেষ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বি সরকার মেমোরিয়াল হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

সভায় সর্বপ্রথম গত বছরের বার্ষিক প্রতিবেদন কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়। ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, কবি কাসেদুজ্জামান সেলিম, সহকারী অধ্যাপক ইবাদত খান, লাবু জোয়াদ্দার, শাহরিয়ার সোহাগ, নিজাম উদ্দিন অমিত, ইঞ্জিনিয়ার রূহুল আমিন ও সালমান হাসান রাজিব প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আহসান হাবীব পারভেজ।

সভায় জেলা প্রশাসক বলেন, “চাকরির সুবাদে আমি যশোরে আজ আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু ইনস্টিটিউট থাকবে, আপনারাও থাকবেন। তাই এই প্রতিষ্ঠানকে আপনাদেরই সম্মিলিতভাবে রক্ষা করতে হবে। আমি সরকার ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেব, যাতে প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হতে পারে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর