Friday, June 20, 2025

কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স ছিট কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

আনোয়ার-আতাহার পরিষদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বচিত

যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স ছিট কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আনোয়ার-আতাহার পরিষদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বচিত হয়েছেন। নির্বাচনে ৯ পদের বিপরীতে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে একজনের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় আনেয়ার-আতাহার পরিষদের প্রার্থীরা নির্বাচিত হন। নির্বাচনের তফসিল অনুযায়ী ১৫ মে চুড়ান্ত প্রার্থীতালিক প্রকাশ করে এ ফলাফল শুক্রবার নির্বাচন কমিশনের সদস্য সচিব মাহবুবুর রহমান মজনু স্বাক্ষতির এক পরিপত্রে এ ঘোষন দিয়েছেন।

নির্বাচিত হলেন, সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি মাউফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আতাহারুল, সহ সাধারণ সম্পাদক আমিরুল মোল্যা, সাংগঠনিক সম্পাদক মুনির হোসেন শান্ত, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক আসাদ্জ্জুামান, দফতর সম্পাদক মাজেদুল ইসলাম ও সমাজ কল্যাণ সম্পাদক ইনামুল কবির।

যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স ছিট কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় গত ৫ মে। তফসিল অনুযায়ী ৮ মে ভোটার তালিকা প্রকাশ করা হয়। আপত্তি-শুনানি শেষে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় ১২ মে। ১২ ও ১৩ ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দান। নির্বাচনে ৯ পদের বিপরিতে ১৬ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন ১০ প্রর্থী। মনোনয়নপত্র বাছাই, প্রতিক বরাদ্দ ও প্রত্যাহরের দিন ছিল ১৩ ও ১৪ মে। মনোনয়নপত্র যাচাই বছাই শেষে ত্রুটির একটি মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ১৫ মে বাকি ৯ পদের প্রার্থীদের চুড়ান্ত প্রার্থীতা প্রকাশ করে নির্বাচন কমিশন। ১৬ মে নির্বাচন কশিমন স্বাক্ষরিত এক পরিপত্রে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচিত ঘোষনা করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর