যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে আদালতে মামলা করায় বাড়িতে হামলা ভাংচুর এবং মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় ২২জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান মামলাটি করেন।
আসামিরা হলো, একই গ্রামের আকামত আলী, রাকিব হোসেন , মিঠুন , মিনারুল ইসলাম , সোহান হোসেন, রাজিব হোসেন , বাবলু , সজিব হোসেন , আকরাম হোসেন , খেলাফত হোসেন, মহব্বত , আরব আলী , বাকিয়ার , ওহিদুজ্জামান, চঞ্চল , ফয়সাল হোসেন , আব্দুল্লাহ , ইসরাইল হোসেন, সাইদুল ইসলাম ,আরিফ হোসেন , রাফি ও মোদাচ্ছের ।
আসাদুজ্জামানা এজাহারে উল্লেখ করেছেন, গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তার বড় ভাই আব্দুর রব ও বড় বোন শাহনাজ পারভীনকে কুপিয়ে জখম করে। সেই কারনে তার বড় ভাই আদালতে একটি সিআর মামলা করেন। ওই মামলার নোটিশ আদালত থেকে আসামিদের কাছে যাওয়ার পর আসামিরা আরো ক্ষিপ্ত হয় এবং খুন জখমের সুযোগ খুঁজতে থাকে। গত ১৩ মে সন্ধ্যা ৬টার দিকে আসামির তার বড় ভাইয়ের বাড়িতে যায় এবং তাদের খুঁজতে থাকে। তাদের না পেয়ে বাড়িঘর বৈদ্যুতিক মিটারসহ আসবাবপত্র ভাংচুর করে। এ সময় তার আরেক বোন মাহফুজা খাতুন এগিয়ে গেলে তাকেও মারপিটে জখম করে। শ্লীলতাহানী ঘটায়। ঘটনার সময় তার চাচাতো ভাই আবুল বাশার এগিয়ে গেলে তাকে মারপিটে ধাওয়া করে। তিনি দৌড়ে বাড়ির মধ্যে গেলে তার বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করে। সংবাদ পেয়ে তার বড় ভাই আব্দুর রব ও প্রতিবেশি পরশ হোসেন (১৭) বাড়ির দিকে যেতে চাইলে এনায়েতপুর ব্রিজের কাছে তার ভাইকে পেয়ে কুপিয়ে জখম করে। এলোপাতাড়ি মারপিট করে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।