Friday, June 20, 2025

সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে আইটেক ও ভাটগাঁওয়ের পাঁচ হাজার মানুষ

শিপন রানা, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের আইটেক ও বিরুনিয়া ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মধ্যে সংযোগকারী সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। নারাইন্দা খালের ওপর নির্মিত এই গুরুত্বপূর্ণ সেতুর উপর নির্ভর করেই প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু সেতুটি এখন কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং কাঠামোগতভাবে এটি এখন ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর আগে নির্মিত এই সেতুর আর কখনো সংস্কার হয়নি। ফলে প্রাকৃতিক ক্ষয় ও অতিরিক্ত ব্যবহারে এটি বিপজ্জনক হয়ে ওঠে। বর্ষা মৌসুমে পানি ও কাদার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে।

বর্তমানে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীরা বিকল্প পথে চলাচলে বাধ্য হচ্ছেন, যা তাদের সময় ও অর্থ—দুই দিক থেকেই চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীরা অভিযোগ করেছেন, তারা একাধিকবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা অবিলম্বে সেতুটি সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর