Friday, June 20, 2025

কবরস্থানের সভাপতি নির্বাচন ঘিরে চাটমোহরে তুমুল প্রচারণা

পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নে ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের সভাপতি নির্বাচনে এবার মুখোমুখি হচ্ছেন বিএনপির দুই অঙ্গসংগঠন যুবদল ও শ্রমিকদলের নেতা। শনিবার (২৪ মে) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ভোট দেবেন বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) গ্রামের প্রায় ৮০০ ভোটার।

এ নির্বাচন ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তিনটি গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন করে পুরুষ সদস্যকে ভোটার করা হয়েছে। ইতিমধ্যে পোস্টার, লিফলেট ও গণসংযোগে জমে উঠেছে প্রচারণা। কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রধান কমিশনার ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার জানান, বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে সভাপতি পদ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে বিষয়টি মীমাংসায় পুলিশের সহায়তায় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। থানার ওসির পরামর্শে ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় এবং সভাপতি পদে মনোনয়নপত্র আহ্বান করা হয়। মনোনয়নপত্রের মূল্য ধরা হয় ৩০ হাজার টাকা।

এতে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন—চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম (চেয়ার প্রতীক) এবং মূলগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. আব্দুল কুদ্দুস (ছাতা প্রতীক)। মনোনয়ন ফি বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকায় পুরো নির্বাচন পরিচালনার ব্যয় বহন করা হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, “কোনো রকম সহিংসতা বা বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর