Friday, June 20, 2025

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আজ তৃতীয় দিনেও চলছে কলমবিরতি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে দেশজুড়ে তৃতীয় দিনের মতো চলছে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি কর্মসূচি। আজ শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বেলা ৩টা পর্যন্ত। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচির ফলে আমদানি-রপ্তানি ও রাজস্ব খাতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, যশোরের বেনাপোলসহ দেশের প্রায় সব কাস্টমস হাউস, ভ্যাট ও কর অফিসে কার্যত অচলাবস্থা বিরাজ করছে। সকাল থেকে ঢাকা কাস্টমস হাউসসহ রাজধানীর বেশিরভাগ কর ও ভ্যাট অফিসে কার্যক্রম বন্ধ রয়েছে। যদিও কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত হয়েছেন, তবে তারা কোনো ফাইল বা কাগজপত্রে কাজ করছেন না।

এ কর্মসূচির ফলে বিশেষ করে আমদানি সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যে ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে:
১. সদ্য জারিকৃত রাজস্ব অধ্যাদেশ বাতিল,
২. এনবিআর সংস্কার-সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ,
৩. এনবিআর, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতাসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে রাজস্ব ব্যবস্থার সংস্কার।

উল্লেখ্য, ঈদের ছুটি সমন্বয় করতে আজ শনিবার সরকারি অফিস খোলা থাকায় কলমবিরতির কর্মসূচি অব্যাহত রয়েছে।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের কর্মসূচিই আপাতত শেষ দিন। বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

গত সোমবার রাতে জারি হওয়া অধ্যাদেশে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই দেশব্যাপী কর, ভ্যাট ও শুল্ক কর্মকর্তারা প্রতিবাদে নেমেছেন।

কলমবিরতির সময় আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট কার্যক্রম ও রপ্তানি প্রক্রিয়া—এই তিনটি সেবা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর