যশোরের টাউন হল এলাকায় বিদ্যুৎ লাইন টানানো নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ মে) রাত ৯টার দিকে টাউন হল মেলার মেইন গেটের উত্তর পাশে ফুটপাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী যশোর সদর উপজেলার বারান্দি মাঠ পাড়ার মমিনের ছেলে সাইফুল (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানে বিদ্যুৎ সংযোগ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পোস্ট অফিস পাড়া এলাকার সোহেল (৩৫) এবং কাজীপাড়া এলাকার রানা (৩৬) সাইফুলের ওপর চড়াও হন। তারা সাইফুলকে কিল-ঘুষি ও লাথি মারেন এবং তার বাম চোখের ওপরে আঘাত করে রক্তাক্ত জখম করেন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।